ভিডিও শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

ফরম পূরণের অতিরিক্ত ফি’র দাবি 

বগুড়ার কাহালুতে ২টি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের মিছিল 

বগুড়ার কাহালুতে ২টি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের মিছিল 

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কলেজ কর্তৃপক্ষের পরীক্ষার ফরম পুরণের অতিরিক্ত ফি দাবি করাসহ পরীক্ষার্থীদের সাথে অসৌজন্যমুলক আচরণ করার প্রতিবাদে কাহালু উপজেলা সদরের ২টি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীরা মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করার পর বিষয়টি নিস্পত্তি  হয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে কাহালু সরকারি কলেজ ও কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীরা উল্লেখিত বিষয়ে কলেজ থেকে মিছিল করে উপজেলা পরিষদে এসে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের অভিযোগ তুলে ধরেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার দুই অধ্যক্ষের সাথে কথা বলে বিষয়টি নিস্পত্তি করার  পর পরীক্ষার্থীরা উপজেলা পরিষদ ত্যাগ করে।

কাহালু সরকারি কলেজের পরীক্ষার্থীদের অভিযোগ ছিল কলেজ কর্তপক্ষ এইচ.এস.সি পরীক্ষার ফরম পুরণের অতিরিক্ত ফি দাবি করেন এবং এর প্রতিবাদ করলে ওই কলেজের অধ্যক্ষ পরীক্ষার্থীদের সাথে অসৌজন্যমুলক আচরণ করে।
কাহালু আদর্শ মহিলা ডিগ্রী এইচ.এস.সি পরীক্ষার্থীদের অভিযোগ ছিল কলেজ কর্তৃপক্ষ ফরম পুরণের অতিরিক্ত ফি দাবী করছে।

আরও পড়ুন

এসব বিষয় নিয়ে কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো.আজম আলী খানের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি বলেন বোর্ড নির্ধারিত যে ফি সেটাই নেয়া হচ্ছে আর পরীক্ষার্থীদের ভুল ধারণা আমরা ফি বেশি নিচ্ছি। অসৌজন্যমুলক আচরণ সর্ম্পকে তিনি বলেন আমি একটু উচ্চস্বরে কথা বলি তাই এ নিয়ে হয়তো পরীক্ষার্থীদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তবে বিষয় গুলো নিরসণ হয়ে গেছে।

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম রেজাউল আখলাকের সাথে কথা হলে তিনি বলেন বোর্ড ফি নিয়েই ফরম পূরণ করা হচ্ছে। তিনি বলেন পরীক্ষার্থীদের নিকট থেকে আরো যে সব ফি নেয়ার কথা তা তো  আমরা নেই না। বোর্ড ফি নিয়েই ফরম পূরণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব বলেন পরীক্ষার্থীদের অভিযোগ পাবার পরপরই দুই কলেজের অধ্যক্ষের সাথে  কথা বলে বিষয়গুলো  সাথে সাথে নিস্পত্তি করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

বগুড়ার নন্দীগ্রামে বাজারে ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার টাকা অর্থদন্ড 

রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার

রমজানে নতুন ইসলামী গানে কণ্ঠ দিলেন ইমরান

নারী কাবাডিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশর জয়

বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাওয়ার পথে বরের মৃত্যু