চোটে মাঠের বাইরে মাহমুদউল্লাহ, ফিরতে পারেন ১০ দিন পর
_original_1741274633.jpg)
স্পোর্টস ডেস্ক: চোট যেন পিছু ছাড়ছেনা মাহমুদুল্লাহ রিয়াদের। প্রথম ম্যাচে চোটের কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না তিনি। পরে জানা যায়– দুবাইয়ে প্রথম অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল মাহমুদউল্লাহর। সেই চোটেই এখনও ভুগছেন তিনি।
পরে নিউজিল্যান্ড ম্যাচের আগে নিজেকে ফিট মনে করায় তাকে একাদশে রাখা হয়। সেই ম্যাচে মাহমুদউল্লাহ ব্যাট হাতে করেন মোটে ৭ রান। তাছাড়া একটি সহজ ক্যাচও মিস করেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলার কথা থাকলেও সেদিন বৃষ্টিতে বল মাঠে গড়ায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে দেশে ফিরে মাহমুদউল্লাহ যোগ দেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে)।
ডিপিএলের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গুলশানের বিপক্ষে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ। তবে সেই ম্যাচেও তিনি ১০ রান করে আউট হয়ে যান। এরপর আজ (বৃহস্পতিবার) মোহামেডানের দ্বিতীয় ম্যাচে দেখা যায়নি মাহমুদউল্লাহকে। খোঁজ নিয়ে জানা গেছে, পুরোনো ইনজুরিতেই ভুগছেন তিনি। সে কারণে অভিজ্ঞ এই অলরাউন্ডার আপাতত বিশ্রামে রয়েছেন।
আরও পড়ুন
তার চোটের বিষয়টি মোহামেডান দলের একটি সূত্র জানিয়েছে। মাঠে ফিরতেসময় লাগতে পারে ৭ থেকে ১০ দিন। তবে ফেরার ব্যপারটি নির্ভর করছে মাহমুদউল্লাহর ফিটনেসের ওপর।
মন্তব্য করুন