রমজানে নতুন ইসলামী গানে কণ্ঠ দিলেন ইমরান

বিনোদন ডেস্ক ঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল নতুন একটি ইসলামী গানে কণ্ঠ দিয়েছেন। ‘দ্বীনের পথে রোজার সাথে’ শিরোনামে গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক।
ইতোমধ্যে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, একেবারেই আলাদা ধরনের একটি কাজ। গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। ইমরান মাহমুদুলের অধিকাংশ গানই রোমান্টিক ঘরনার। ইদানিং এই জায়গার পাশাপাশি ব্যতিক্রমী গানে হাজির হচ্ছেন তিনি।
আরও পড়ুনমন্তব্য করুন