ভিডিও রবিবার, ০৯ মার্চ ২০২৫

ধর্ষকের ফাঁসি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল ঢাবি


মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন তারা। পাশাপাশি শিক্ষার্থীরা ব্যর্থতার দায়ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিও জানাচ্ছেন। রাত ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল।
শনিবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে প্রথমে কবি সুফিয়া কামাল হল থেকে বেরিয়ে আসেন হলটির আবাসিক ছাত্রীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন হলের ছাত্রীরা।
মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাত ১টার দিকে তারা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ছাত্রীদের এ বিক্ষোভে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল ছাত্ররাও অংশ নেন।
শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে আছিয়া, আছিয়া,’ ‘ধর্ষকদের ফাঁসি দে, নইলে গদি ছেড়ে দে’ ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের গদিতে আগুন জ্বালো একসঙ্গে’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই’, ‘জাহাঙ্গীর করে কী, খায়-দায় ঘুমায় নাকি’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে, বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমাকে স্লোগান ও নেতৃত্ব দিতে দেখা গেছে। তাছাড়া জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীকেও বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের বিচার হয় কি না, তা আমরা জানতে পারি না। দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা বাস্তবায়ন হতে দেখি না। এ অবস্থা থেকে উত্তরণে আইন সংশোধনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। যতদিন এ ধর্ষকের ফাঁসি দেওয়া না হবে, ততদিন আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো। একই সঙ্গে তনু, আম্বিয়াসহ অসংখ্য বোনের ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বেগম রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ফের রোকেয়া হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক বাহিনীর ৮ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন

ইফতারে মুড়িমাখায় জিলাপি উপকারী না ক্ষতিকর?

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

শেরপুরে নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

পাবনার বেড়ায় যমুনা নদীর ভাঙন ঝুঁকিতে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ

টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর যুবকের মরদেহ উদ্ধার