ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৫

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৫, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, শুক্রবার রাতভর দেশটির উত্তরাঞ্চলীয় শহর দোব্রোপিলিয়া ও খারকিভ অঞ্চলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলায় ছয় শিশুসহ অন্তত ২৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। প্রাণঘাতী এ হামলার প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে প্রথম হামলার পর উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালিয়েছে। এ ধরনের হামলা প্রমাণ করে যে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। তারা শান্তির স্বপক্ষে নয়।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত ও কিয়েভকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের পর ইউক্রেনে রুশ বাহিনী প্রথমবারের মতো বড় পরিসরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল। গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্বিতণ্ডার পর ‘শাস্তিমূলক’ এসব পদক্ষেপ নেয় ওয়াশিংটন। শুক্রবারের এই হামলার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটের পররাষ্ট্রবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে পুতিন দেখাচ্ছেন যে তাদের শান্তি প্রতিষ্ঠার প্রতি কোনো আগ্রহ নেই।

আরও পড়ুন

উল্লেখ্য, আগামী সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সৌদি আরবে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। খবর : বিবিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে মাগুরার সেই শিশুটি

কেনার কথা বলে অস্ত্র ঠেকিয়ে ৮৫ লাখ টাকা দামের গাড়ি ছিনতাই

আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ নামলো ২০ বিলিয়নের নিচে

ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাবিতে মশাল মিছিল

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

জুলাই-আগস্টের হত্যাকান্ড