ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ হবে রিয়া গোপের নামে

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ হবে রিয়া গোপের নামে, ছবি: সংগৃহীত।

ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করছে অন্তর্বর্তীকালীন সরকার । সেই ধারাবাহিকতায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে “রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স”।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম সই করা এক চিঠিতে রবিবার (৯ মার্চ) এই স্থাপনার নতুন নাম সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

গতবছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের রিয়া গোপের। পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে। তার স্মরণে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হলো।

উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পর ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। কদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আজ আরও চারটি ক্রীড়া স্থাপনার নতুন নামকরণ হলো।

আরও পড়ুন

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সকে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স হিসেবে নামকরণ করা হয়েছে।

এছাড়া রমনা টেনিস কমপ্লেক্স থেকে “শেখ জামাল” বাদ দিয়ে জাতীয় টেনিস কমপ্লেক্স করা হয়েছে আর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শেখ কামাল অডিটরিয়ামের নতুন নাম রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে মাগুরার সেই শিশুটি

কেনার কথা বলে অস্ত্র ঠেকিয়ে ৮৫ লাখ টাকা দামের গাড়ি ছিনতাই

আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ নামলো ২০ বিলিয়নের নিচে

ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাবিতে মশাল মিছিল

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

জুলাই-আগস্টের হত্যাকান্ড