মেয়েকে বিষ দিয়ে হত্যার অভিযোগে সৎ মা গ্রেপ্তার
_original_1741526876.jpg)
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫বছর বয়সী শিশু কন্যা মাহমুদা খাতুনকে জুসের সাথে বিষ মিশিয়ে পান করিয়ে হত্যার অভিযোগে সৎ মা হুমায়রা খাতুন বন্যাকে গ্রেপ্তার করেছে র্যাব-০৬।
শনিবার (৮মার্চ) রাত ১টার দিকে মহেশপুর উপজেলার শিশুতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সৎ মা হুমায়রা খাতুন বন্যা কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।
আরও পড়ুনঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান, গত ১ মার্চ সন্ধ্যায় সৎ মা হুমায়রা খাতুন বন্যার কাছে জুস খাওয়ার জন্য বায়না ধরে। এরপর সৎ মা কৌশলে বোতলে জুস জাতীয় তরল পানীয়ের সাথে বিষ মিশিয়ে শিশু মাহামুদা খাতুনকে খাইয়ে দেয়। সেসময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স,সদর হাসপাতাল,যশোর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে আনা হয়। ফের অসুস্থ হলে গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। পরদিন শুক্রবার শিশুটির পিতা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় স্ত্রী হুমাইরা খাতুন ওরফে বন্যা খাতুনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে।
এরকম চাঞ্চল্যকর ঘটনার পর মামলার আসামি ধরতে অভিযান শুরু করে র্যাব-০৬ এর সদস্যরা। এরই এক পর্যায়ে শনিবার রাতে মহেশপুর উপজেলার শিশুতলা এলাকায় ফুফ বাড়ি থেকে হুমাইরা খাতুন বন্যাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়। এরপর রবিবার দুপুরে পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
মন্তব্য করুন