যুক্তরাষ্ট্রের ‘ফ্রিম্যান স্টুডিও’তে অভিনয়ে প্রশিক্ষণের সুযোগ পেলেন পারসা ইভানা
_original_1741535042.jpg)
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল পারসা ইভানা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত অভিনয় প্রশিক্ষণের খ্যাতনামা স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেলেন।
মূলত অভিনয়ে ‘প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স’ বিষয়ে আট সপ্তাহ এই প্রশিক্ষণের সুযোগ পেলেন পারসা ইভানা। দীর্ঘদিন ধরে ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট অভিনয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই কিছুদিন আগে পারসার ইভানার অনলাইনে অডিশন নিয়ে পরবর্তীতে গত ৮ মার্চ তাকে স্কটের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চুড়ান্ত করেছেন। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পারসা ইভানা। কারণ তার দীর্ঘদিনের ইচ্ছে ছিলো এই স্টুডিতে অভিনয়ে প্রশিক্ষনণ নেবার।
পারসা ইভানা বলেন,‘ আমি কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিলো। সেখান থেকে ২/৩ পৃষ্টার একটি সিলেক্ট করতে হয়েছে। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, তুমিতো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি আরো অভিনয়ে আরো প্রশিক্ষন নিতে চাও? উত্তরে আমি বললাম, আমি কখনো অভিনয় শিখিনি। তাই অভিনয়ে বিষদ জানতে চাই আমি। এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং তৎক্ষণাতই তিনি বলে দিলেন যে , তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহন করার জন্য চুড়ান্ত হয়েছো। যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিলো কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে মজার বিষয় হলো যে আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়েগেছি। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিলো। সবার কাছে দোয়া চাই যেন আমি ঠিকঠাক মতো দ্য ফ্রিম্যান স্টুডিওতে গিয়ে কোর্সটা সম্পন্ন করে আসতে পারি।’
আরও পড়ুনআগামী এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়ে তিনি এই প্রশিক্ষণ গ্রহন করবেন বলে জানালেন পারসা ইভানা। আগামী ঈদে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নির্মিত ‘হোসেইন’ নাটকে পারসা ইভানাকে দেখা যাবে। এতে তার সহশিল্পী পলাশ ও পাভেল। ২০১৪’র চ্যানেল আই ‘সেরা নাচিয়ে’র চ্যাম্পিয়ন পারসা ইভানা অভিনীত প্রথম নাটক ছিলো অঞ্জন আইচের ‘পঞ্চমীর চাঁদ’। তার অভিনীত আলোচিত দর্শকপ্রিয় নাটকগুলো হচ্ছে ‘বে বাজ’,‘ কিডনী’,‘ দুঃখিত’,‘ এভাবেও ফিরে আসা যায়’,‘ প্রাকৃতজন’,‘ সন্ধ্যা ৭টা’। আগামীতে আরো কয়েকটি নাটকে অভিনয় করতেও পারেনম না পারেন।
কারণ ইভানা জানান, এই সময়ে তিনি ভীষণ বেছে বেছে নাটকে কাজ করছেন। তবে একটা সুন্দর ব্যক্তি জীবনের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন