ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

প্রথমবার কাতারে শো’তে যাচ্ছেন শান্তা জাহান

উপস্থাপিকা শান্তা জাহান

অভি মঈনুদ্দীন ঃ বিশ্বের বহু দেশে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে এই প্রজন্মের জনপ্রিয় এবং নির্ভরশীল উপস্থাপিকা শান্তা জাহানের। উপস্থাপনার কারণেই বিশ্বের বহু দেশে যাবার সুযোগ হয়েছে তার। এটাকে ভীষণ সৌভাগ্যের বলেও বিবেচনা করেন তিনি।

আগামী ঈদের দিন প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কাতারে। ঈদের দিনের এই বর্নাঢ্য শো’টিই উপস্থাপনার করার সুযোগ পেলেন শান্তা জাহান। এবারই প্রথম শান্তা জাহান কাতারের কোনো শো’য়ের উপস্থাপনা করতে যাচ্ছেন বলে জানান তিনি।

শান্তা জাহান বলেন,‘ আমার পেশাগত কাজ উপস্থাপনার কারণে বিশ্বের বহু দেশে দিয়েছি। সবই ছিলো মূলত প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের উদ্যোগে আয়োজিত নানান ধরনের অনুষ্ঠান। তাদের আন্তরিক আহ্বানে আমি আমার উপস্থাপনা করার সুযোগ পেয়েছি বিশ্বের বহু দেশে। এটা এক ধরনের সৌভাগ্যই বলা চলে। কারণ পেশাগত কাজের কারণে দেশের বাইরে দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ কজনেরই বা হয়। আমার সেই সুযোগ হয়েছে বহুবার। তবে কাতারে এবারই প্রথম আমি কোনো শোতে উপস্থাপনা করতে যাচ্ছি। বিষয়টা আমার জন্য খুউব আনন্দের। এই শো’তে বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। তবে যেহেতু ঈদের দিন শো, তাই এই বছর আমি বিগত বছরগুলোর মতো টিভি লাইভ শো’গুলো করতে পারছিনা। কারণ কাতারেই কেটে যাবে সবমিলিয়ে তিনদিন। ফিরে এসে সরাসরি অনুষ্ঠানগুলোতে অংশগ্রহন করার সুযোগ থাকবেনা। তাই এবারের ঈদ পরবর্তী সময়টা পরিবারের সঙ্গে খুব ভালোভাবে কাটানোর সুযোগ পাবো ইনশাআল্লাহ। ’

আরও পড়ুন

এদিকে রোজায় দুটি টিভিতে তার উপস্থাপনায় দুটি অনুষ্ঠান প্রচার হচ্ছে। একটি এশিয়ান টিভি’র ‘এশিয়ান কিচেন’ ও অন্যটি চ্যানেল নাইনের ‘ডিজিটাল কিচেন’। শান্তা জানান চাইলেও তিনি আরো দুটি চ্যানেল বাংলাভিশন, জিটিভি’র রোজার অনুষ্ঠানের উপস্থাপনা করতে পারতেন। কিন্তু সিডিউল জনিত সমস্যার কারণে সেটা সম্ভব হয়ে উঠেনি।

শান্তার ছেড়ে দেওয়া অনুষ্ঠানেরই সুযোগ পেলেন অন্যরা। এদিকে শান্তা জাহানের উপস্থাপনায় বিভিন্ন ধরনের টক শো, ম্যাগাজিন অনুষ্ঠান নিয়মিত প্রচার হয় চ্যানেল নাইন, জিটিভি, এসএটিভি, মাইটিভি, বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টিফোর, বাংলা টিভিতে। উল্লেখ্য, শান্তা জাহান টিভি নাটকে অভিনয় করেও আলোচনায় এসেছিলেন। নাটকে অভিনয়ের নিয়মিত প্রস্তাবও পান তিনি। কিন্তু তার ধ্যান জ্ঞান উপস্থাপনাকে ঘিরেই। যে কারণে নাটকে অভিনয়ে খুব আগ্রহ নেই তার। তবে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার প্রবল আগ্রহ আছে তার। গল্প এবং চরিত্র মনের মতো হলে সিনেমাতে অভিনয় করতে চান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে মাগুরার সেই শিশুটি

কেনার কথা বলে অস্ত্র ঠেকিয়ে ৮৫ লাখ টাকা দামের গাড়ি ছিনতাই

আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ নামলো ২০ বিলিয়নের নিচে

ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাবিতে মশাল মিছিল

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

জুলাই-আগস্টের হত্যাকান্ড