ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

নেত্রকোনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

নেত্রকোনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে গ্রামবাসীর ধাওয়ায় নিখোঁজ ৩ জনের লাশ ধনু নদ থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে নদের রসুলপুর এলাকা থেকে স্থানীয় থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেন।

মৃত ব্যক্তিরা হলেন, আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহীদ মিয়া (৪৫), মদন উপজেলার বাগজান গ্রামের রুকন মিয়া (৪২) ও কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের হৃদয় মিয়া (৩২)। এ ঘটনায় নিখোঁজ মদনের গোবিন্দপুর গ্রামের ইয়াসিন মিয়ার (২১) সন্ধান এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছশিকারিরা সংঘবদ্ধ হয়ে খালিয়াজুরি উপজেলার বিভিন্ন জলমহালে পলো দিয়ে মাছ শিকার করছিলেন। শনিবার সকালে জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক মাছশিকারি পলো ও লাঠিসোঁটা নিয়ে একটি জলমহালের মাছ শিকার করতে যান। এসময় রসুলপুর গ্রামের লোকজন তাদের বাধা দেন। পরে মাছশিকারিরা রসুলপুর বাজার ও গ্রামের বাড়িঘরে হামলা করেন। তখন গ্রামবাসী সংগঠিত হয়ে তাদের প্রতিহত করতে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুই পক্ষের শতাধিক লোক আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধাওয়ায় বেশ কয়েকজন মাছশিকারি প্রাণ বাঁচাতে ধনু নদে ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজন নিখোঁজ হন।

আরও পড়ুন

এদিকে এই ঘটনায় আজ সোমবার সকাল থেকেই খালিয়াজুরুর লোকজন রসুলপুর এবং মদন উপজেলার লোকজন মাইকে ঘোষণা দিয়ে গোবিন্দশ্রী এলাকায় সংঘর্ষে লিপ্ত হতে একত্রিত হন। তবে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠানের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত রাখে। বেলা সাড়ে তিনটার দিকে নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধারের পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ ও নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান তিনটি লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়স্পর্শী বার্তা দিলেন তামান্না

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সুরক্ষিত রোহিত-গম্ভীর

প্রথমবার একসঙ্গে শ্যামল মাওলা- সাবিলা নূর

টেরিটরি অফিসার নেবে এসিআই মটরস, লাগবে না অভিজ্ঞতা

এবার ঈদে নতুন টাকা ছাড়া হবে না যে কারণে

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন