ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, খবর শুনে বাবার মৃত্যু

হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছয় বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ২ কিশোরকে আটক করেছে পুলিশ। মেয়ের এমন সংবাদ শুনে অসুস্থ বাবা মারা গেছেন।

রবিবার (৯ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই শিশুটিকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এর আগে এ ঘটনায় ওই শিশুটির নানী মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আটক কিশোররা হলেন, বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের নোফায়েল মিয়া ও একই এলাকার শামীম মিয়া।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ বিকালে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে ওই শিশুটিকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন। এ ঘটনায় রাতেই অভিযোগ দায়ের করা হলে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে নোফায়েল মিয়া ও শামীম মিয়াকে আটক করে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, শিশুটিকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ভুক্তভোগীর মামা জানান, ধর্ষণে শিকার শিশুটির বাবা বেশ কিছু দিন যাবত অসুস্থ ছিল। রবিবার বিকালে তার মেয়ের এই ঘটনা শুনার পর থেকে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সোমবার সকালে তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বিসিবির সব ফর্মেটে কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের নাম প্রত্যাহার

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

নারী ও শিশুর প্রতি যৌন সহিংতা বৃদ্ধিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ

হৃদয়স্পর্শী বার্তা দিলেন তামান্না

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সুরক্ষিত রোহিত-গম্ভীর