চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সুরক্ষিত রোহিত-গম্ভীর

স্পোর্টস ডেস্ক: আপাতত সরে যেতে হচ্ছেনা রোহিত শর্মা ও গৌতম গম্ভীরকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হার, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হার চাপে ফেলে দিয়েছিল রোহিতকে। চাপে ছিলেন কোচ গৌতম গম্ভীরও।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর টেস্ট সিরিজ হেরেছিল ভারত। ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফিটাও খোয়াতে হয়েছিল ভারতকে। সিরিজের শেষ ম্যাচে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অধিনায়ক রোহিত। যা বুঝিয়ে দিয়েছিল কতটা চাপে রয়েছে দল।
চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারলে তার চাকরি যেতে পারে, এমন একটা গুঞ্জনও চাউর হয়। ট্রফি জিতে এসব গুঞ্জন চাপা পড়ে গেলো।
রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।
২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপরেই কোচের দায়িত্ব ছেড়েছিলেন রাহুল দ্রাবিড়। সেখান থেকে দায়িত্ব নেন গম্ভীর। কিন্তু শুরুতেই শ্রীলঙ্কার মাটিতে একদিনের সিরিজে হার। এরপর একের পর এক টেস্ট সিরিজে হার। গৌতমকে আরও চাপে ফেলেছিল পেয়েছিল ড্রেসিংরুমের কথা ফাঁস হয়ে যাওয়ায়। বোর্ড ১০ দফা নিয়ম জারি করেছিল দলের ওপর। ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য হয়েছিলেন রোহিত, কোহলিরা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার সময়েও মানতে হয়েছে বহু নিয়ম। তবে ট্রফি জয় আপাতত সেই সব কিছুকে পেছনে ফেলে দেবে।
ভারতের অন্যতম সেরা অধিনায়ক মনে করা হয় বিরাট কোহলিকে। কিন্তু একটিও ট্রফি জিততে পারেননি তিনি। বিভিন্ন প্রতিযোগিতার নক আউটে হেরেছিল ভারত। যে কারণে ভারতের অন্যতম সফল অধিনায়ক (ম্যাচ জয়ের শতাংশের হিসাবে) হয়েও দায়িত্ব ছাড়তে হয়েছিল কোহলিকে। সেই জায়গায় দায়িত্ব নেন রোহিত।
সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দেন, তিনি একদিনের ক্রিকেট খেলবেন রোহিত। ম্যাচের শেষেও যেসব কথাবার্তা বলছিলেন তাতে স্পষ্ট যে, খেলা চালিয়ে যেতে চান। বিশেষত একদিনের ক্রিকেট। এমনকী ২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিলেন না। বারবার তার মুখে উঠে এলো আগ্রাসী ক্রিকেট খেলার কথা। জানালেন, এভাবেই খেলা চালিয়ে যাবেন।
মন্তব্য করুন