পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ঘি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ‘ঘি বাড়ী’ নামে ঘি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া হারোপাড়া মহল্লায় ‘ঘি বাড়ী’ কারখানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।
জানা গেছে, দীর্ঘদিন যাবত ডালডা, পাম তেলের সাথে সামান্য পরিমাণ ঘি'র ফ্লেভার আর রঙ মিশিয়ে তৈরি করা হতো খাঁটি মানের গাওয়া ঘি। বাহারী রঙের মোড়কজাত করে বাণিজিকভাবে ব্যবসা চলছিল। পরবর্তীতে ‘ঘি বাড়ী’ নাম দিয়ে কৌটায় লেবেল দিয়ে বাজারে বিক্রি করছিলেন।
এক পর্যায়ে বিএসটিআই এর সিল বসিয়ে অবাধে বাজারজাত করে আসছিল ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাট বাজারে। পবিত্র মাহে রমজান মাসকে টার্গেট করে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন ‘ঘি বাড়ী’ নামের এ প্রতিষ্ঠানটির। রমজান উপলক্ষে ঘিয়ের চাহিদা বেড়ে যাওয়ায় তৈরি এসব ভেজাল ঘি এ এখন সয়লাব হয়ে হচ্ছে বাজারগুলোতে।
আরও পড়ুনআর সেই লেবেলের গায়ে লেখা ৫শ’ গ্রাম ঘি ১০৫০ টাকা ও ১ কেজি ঘি ২১শ’ টাকা। এসময় ভ্রাম্যমাণ আদালতে প্রদর্শিত কাগজপত্রে ‘ঘি বাড়ী’ নামক একটি ঘি প্রস্তুতকারি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ থাকলেও মূলত নিজস্ব কারখানা না থাকায় বিভিন্ন স্থানের প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহ করে মোড়কজাতকরণ, ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণে না রাখার অপরাধে ভোক্তাধিকার আইনে অভিযুক্ত ‘ঘি বাড়ী’ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত থেকে সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আক্তার, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নূরুল ইসলাম ও থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।
মন্তব্য করুন