নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন, প্রথম দিনেই ১০৩ অভিযোগ

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স সোমবার বিকেল ৪টা থেকে হটলাইন চালু করে। হটলাইন চালু করার পর থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ এসেছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ১০৩টি অভিযোগের মধ্যে যেগুলোর ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি, সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।
গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালে ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি) বলেও জানান তিনি।
আরও পড়ুননারীরা যেন তাৎক্ষণিক পুলিশের সাহায্য নিতে পারেন, সে কারণে হটলাইন সংযোগ ২৪ ঘণ্টা চালু থাকবে। ভয় না পেয়ে নির্যাতনকারী সম্পর্কে পুলিশকে তথ্য দিতে সবাইকে আহ্বান জানান তিনি।
হটলাইন নম্বর : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২ ও ০১৩২০০০২২২২।
মন্তব্য করুন