এশিয়ান লিজেন্ডস লিগ না খেলে দেশে ফিরেছেন সাবেকরা
_original_1741703398.jpg)
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ফর্মেটে সাবেক ক্রিকেটাদের নিয়ে চলছে এশিয়ান লিজেন্ডস লিগ। তাতে বাংলাদেশ টাইগার্স নামে সেই দলের হয়ে খেলতে গতকাল ভারত গিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই আসরে না খেলেই ফিরে আসতে হয়েছে বাংলাদেশ টাইগার্সের। এই আসরকে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমতি না দেওয়ায় খেলবে না বাংলাদেশ টাইগার্স। তাই দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দলে ছিলেন নাঈম ইসলাম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মুক্তার আলী, ইলিয়াস সানির মতো পরিচিত মুখেরা।
এদিকে বাংলাদেশ দল ফিরে আসলেও এসব ইস্যুতে কোনো কিছুই জানেন না দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া হার্শেল গিবস। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কোচিং করে বেড়াচ্ছেন। সেই সূত্রে পেয়েছিলেন বাংলাদেশ টাইগার্সের কোচ।
কিন্তু গতকাল থেকে আসর শুরু হয়ে গেলেও ট্রাভেল প্ল্যানই পাননি গিবস। নিজের এক্স হ্যান্ডেলে বেশ বিরক্তি নিয়েই লিখেছেন, ‘বাংলাদেশ দলের কোচ হিসেবে আমাকে নেয়া হয়েছে। আর এখন পর্যন্ত সফর পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। … মজা হচ্ছে নাকি!’
লিজেন্ডস লিগে কোনো ম্যাচ না খেলেই ফেরত আসছে বাংলাদেশ দল
এদিকে বাংলাদেশ টাইগার্স না থাকায় গতকাল ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি বাতিল করা হয়েছে। চার দলের এই টুর্নামেন্ট চলবে ১৮ তারিখ পর্যন্ত।
মন্তব্য করুন