ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

শরীয়তপুরে নদীর পাড় থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার

গোসাইরহাটে নদাীর পাড় থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাটে নদাীর পাড় থেকে এক অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় জানা যায়নি। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মশুরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহ দুটির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে ধারণা করছে পুলিশ। 

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লেভারকুসেনের বিদায় শেষ আটে স্বদেশি বায়ার্ন

পশ্চিম তীরে আরও চার ফিলিস্তিনিকে হত্যা

লিভারপুলকে বিদায় করে পিএসজি’র রূপকথা

শ্যামলী স্কয়ারে নারীদের ওপর হা ম লা র অভিযোগে একজনকে গ্রে প্তা র প্রসঙ্গে ডিএমপির ব্রিফিং | DMP