ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

তাদের বিরুদ্ধে রয়েছে দেশের বিভিন্ন থানায় ১৩টি মামলা        

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৯টি ব্যাটারী ও ১০৫টি চোরাই গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে। এ সময় আন্তঃজেলা চোর চক্রের সদস্য, ১৩ মামলার আসামি পটুয়াখালি জেলার গলাচিপা থানার শৈল্লাবুনিয়া গ্রামের ছাত্তার মৃধার ছেলে ইয়াকুব মৃধা (৪৪) ও ৫ মামলার আসামি বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার পঞ্চপরন গ্রামের আকুবালি ঘরামীর ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৫৫) নামের ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা পিরপাল মার্কেটের কিষান অটো নামের একটি ব্যাটারীর দোকানে গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল দোকানের শার্টারের তালা কেটে ইজিবাইক, অটোরিক্সা, আইপিএস ও সিএনজির নতুন ও পুরাতন ৪১টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় শেরপুর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দাতপুর গ্রামের সানাউল্লাহর ছেলে নুরুন্নবীউল আহসান রুমি (৪৭) কে গত ২৪ ফেব্রুয়ারি গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। তার দেয়া তথ্যে গত সোমবার পুলিশ অভিযান চালিয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন শৈল্যাবুনিয়া এলাকা হতে ইয়াকুব মৃধাকে গ্রেফতার করে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন করাপুর মাস্টার বাড়ি এলাকা থেকে শহিদুল ইসলাম ওরফে শহিদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় উক্ত আসামির শয়ন ঘরের মধ্যে হতে পুরাতন ইজি বাইকের ব্যাটারী ২৫টি ও সিএনজির ব্যাটারী ৪টি সহ মোট ২৯টি ব্যাটারী উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম তিন লাখ টাকা। এরই ধারাবাহিকতায় আসামিদের দেখানো জায়গা হতে আরও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়, যার দাম ৪ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য। তারা তাদের সহযোগীসহ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ব্যাটারী, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে। ইয়াকুব মৃধার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ১৩ টি মামলা ও শহিদের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। যেগুলো আদালতে বিচারাধীন আছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে, এই চুরির সাথে আরো যারা জড়িত রয়েছে অচিরেই তাদেরকেও গ্রেফতার করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শামীম ওসমান-দস্তগীর গাজীসহ ৪৪ জনের নামে আরেকটি মামলা

দুর্ঘটনায় মৃত্যুতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নতুন প্রেমিকের সঙ্গে একান্তে মধুমিতা

পাকিস্তানে ট্রেন হামলার ঘটনায় শতাধিক জিম্মি উদ্ধার, ১৬ সন্ত্রাসী নিহত 

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা