ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

লিভারপুলকে বিদায় করে পিএসজি’র রূপকথা

লিভারপুলকে বিদায় করে পিএসজি’র রূপকথা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিভারপুল কখনোই ইউরাপিয়ান কোন প্রতিযোগিতায় অ্যাওয়েতে প্রথম লেগ জেতার পর, ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলে নক আউট থেকে বাদ পড়েনি। তবে এবার ফুটবল পন্ডিতরা আশংকা করছিলেন এমন কিছু হতে পারে। সেই শঙ্কার পূর্ণতা দিলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। এই গোলরক্ষক আরেকবার ইতালিয়ান রক্ষণের মিথকে অম্লান করে পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুললেন।

প্রথম লেগে পার্ক দে প্রিন্সে আক্রমণের ফুলঝুরি বইয়ে দিয়েও ম্যাচটা ১-০ ব্যবধানে হারতে হয়েছিল স্বাগতিক পিএসজিকে। তবে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আর আগের ম্যাচের ভুল করল না প্যারিসের ক্লাবটি। আগেভাগেই গোল আদায় করে নিল। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। তবে গোলের দেখা পায়নি কোন দলই। টাইব্রেক করার জন্য খেলা পেনাল্টি শুট-আউটে গেলে, সেখানে লিভারপুলের জন্য রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়ে যান দেন্নারুম্মা। পিএসজি ৪-১ ব্যবধানে টাইব্রেকার জিতে নাম লিখিয়ে ফেলে শেষ আটে।

আরও পড়ুন

ইউরোপিয়ান ফুটবলের চিরন্তন সত্য, লিভারপুলের মাঠ অ্যানফিল্ড প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্নের রাতের সমান। গতরাতেও এর ব্যতিক্রম হলো না। ম্যাচের ১২ মিনিটে পিএসজিকে উসমান দেম্বেলে এগিয়ে দিলেন বটে। তবে এরপর তাদের উপর রীতিমতো আক্রমণের বন্যা বসিয়ে দিল লিভারপুল। ভাগ্যিস চীনের প্রাচীর হয়ে সেই আক্রমণগুলো ঠেকিয়ে গেলেন দেন্নারুম্মা। বিরতির পর তো অল রেডরা কেবল আক্রমণ করেই গিয়েছে। তবে স্বাগতিকদের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহকে ভয়ংকর হতে দেয়নি প্রতিপক্ষ। মিশরীয় রাজাকে গোল করা থেকে গোটা ম্যাচে বিরত রাখলেন পিএসজির পর্তুগিজ লেফট ব্যাক নুনো মেন্ডেস। প্যারিসের দলটিও বেশ কিছু আক্রমণ করেছে। তবে অল রেড গোলরক্ষকও কম গেলেন না। আগের ম্যাচে ৯টি সেভ করা আলিসন বেকার এই ম্যাচেও করলেন ৭টি সেভ।

ম্যাচ টাইব্রেকারে গেলে পিএসজি তাদের প্রথম চারটি শটই জালে পাঠায়। বিপরীতে দোন্নারুম্মা আটকে দেন লিভারপুলের নেওয়া দ্বিতীয় ও তৃতীয় শট। এই দুটি শট নেন যথাক্রমে দারউইন নুনিয়েজ ও কার্টিস জোনস। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই প্রথম অ্যানফিল্ড গ্যালারিকে এভাবে চুপ করিয়ে দিল কোন প্রতিপক্ষে। পিএসজি আবারও দেখাল তারা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে খুবই পারদর্শী। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগ নকআউটে সবশেষ ৬ ম্যাচের তিনটিতেই প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগে জিতে পরের ধাপে উঠল ফরাসি জায়ান্টরা। সবশেষ দুবারের প্রথমটি ২০২০ সালে, জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। পরেরটি ২০২৪ সালে বার্সেলোনার বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় একই রাতে জোড়া খুন

ভারতের দিকে আসছে সাইক্লোন, ১৮ রাজ্যে সতর্কতা

করতোয়ায় চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

বগুড়ার শেরপুরে পথরোধ করে টাকা ও মোবাইল ছিনতাই

বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে : তথ্য উপদেষ্টা

করতোয়ায় সংবাদ প্রকাশের পর বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে আটক ৫