ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

চার ঘন্টার পর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার,যান চলাচল স্বাভাবিক

চার ঘন্টার পর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার,যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক:   গাজীপুর সদর উপজেলারবাঘের বাজারে গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে খেকে চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এর ফলে  এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। এর আগে, সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। আন্দোলন করেন বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামে কারখানার শ্রমিকরা।

আজ সকাল ৬টায় বাঘের বাজারে গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে সড়ক দুর্ঘটনায় ওই কারখানার সুইং অপারেটর জান্নাতুল ফেরদৌস (৩২) মারা যান। 


কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিক জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাতির সন্তান অসুস্থ ছিল। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে জান্নাতুল ছুটি চেয়েছিলেন, কিন্তু ছুটি না দিয়ে তার পরিচয়পত্র রেখে কারখানা থেকে বের করে দেওয়া হয়। আজ সকালে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক অতিক্রম করার সময় অটোরিকশা ও ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন


ওই ঘটনার প্রতিবাদে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা সকাল ৮টা থেকে মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ কারণে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী ব্যক্তিরা। 


আন্দোলনকারী শ্রমিকরা এসময় ডিউটি টাইম সকাল ৬টা থেকে পরিবর্তন করে ৭টা করা এবং বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া, ইফতারের পর কোনো ডিউটি না করা, ঈদে ১০দিন ছুটি, চলতি মাসের ২০ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করাসহ অতিদ্রুত পর্যাপ্ত পরিমাণে ফেস পাঞ্চ মেশিন বাড়ানোর ব্যবস্থার দাবি জানান। দুপুর ১২ টার দিকে তাদের দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নেন। এরপর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।

নাওজোড় হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ বলেন, ‍“শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। দাবি মেনে নেওয়া হলে দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক সংকটে পাকিস্তান ক্রিকেট বোর্ড; ক্রিকেটারদের ম্যাচ ফি কর্তন  

টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্য ভুলে যেতে চান কেট

তিন দশকে প্রথমবার কাজল

রোজা নিয়ে গল্পের নাটকে তানিন সুবহা

ডেভিস কাপ জুনিয়র টেনিসে কোয়ার্টারে বাংলাদেশ

দিনাজপুরে মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার