বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যান আরোহী মা ও শিশু কন্যা নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যান আরোহী মা রোকসানা খাতুন (২৮) ও শিশু কন্যা রাহিমা খাতুন (৩) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১২ মার্চ) দুপুর পৌনে ১টায় উপজেলার বেড়াগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন পাকরাইল নামক এলাকায়।
জানা গেছে, উপজেলার পাশ্ববর্তী কাহালু উপজেলার কাজিপাড়া ছাতুয়া গ্রামের আবু বক্কর এর স্ত্রী রোকসানা খাতুন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের জলঙ্গী গ্রামে তার বোনের বাসায় বেড়াতে আসে। ঘটনার দিন আজ বুধবার (১২ মার্চ) তার শিশু কন্যাসহ অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলো। তাদের অটোভ্যানটি দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের বেড়াগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন পাকরাইল নামক এলাকায় পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে দু’জনই রাস্তায় ছিটকে পড়ে। এতে শিশু রাহিমা খাতুন ঘটনাস্থলে মারা গেলেও আশংকাজনক অবস্থায় মা রোকসানা খাতুনকে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষণিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে ঘটনার পর পরই উত্তেজিত জনতা ট্রাকটিতে (যাহার নং-বগুড়া ড: ১১-২০১২) আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এর একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে ট্রাকের আগুণ নিয়ন্ত্রণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন