ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই

সংগৃহীত,দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী শহর দিল্লির মহিপালপুর এলাকায় একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) একজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদন মতে, ধর্ষণের ঘটনা ঘটে গত মঙ্গলবার (১১ মার্চ)। এরপর ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত কৈলাস নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এছাড়া শ্লীলতাহানির অভিযোগে ওয়াসিম নামে কৈলাশের এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে।

 
পুলিশ জানিয়েছে, ওই নারী মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। এরপর ইনস্টাগ্রামে কৈলাশ নামে এক যুবকের সঙ্গে তার বন্ধুত্ব হয়। তিনি কৈলাশকে ফোন দিয়ে তার সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানান। কিন্তু কৈলাশ জানান, তিনি যেতে ভ্রমণ করতে পারবেন না এবং তাকে দিল্লি আসার জন্য বলেন।

আরও পড়ুন

 
পুলিশের বক্তব্য অনুযায়ী, এরপর ওই নারী গত মঙ্গলবার দিল্লি আসেন এবং মহিপালপুরের এক হোটেলে ওঠেন। তিনি তখন কৈলাশকে হোটেল আসতে বলেন। কৈলাশ বন্ধু ওয়াসিমকে নিয়ে হোটেলে যান। এরপর ওইদিন রাতে কৈলাশ তাকে ধর্ষণ করে।
 
পরদিন বুধবার (১২ মার্চ) সকালে ভুক্তভোগী ওই নারী দিল্লির বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর নিয়ম অনুযায়ী বিষয়টি ব্রিটিশ হাইকমিশনকে অবহিত করে পুলিশ। 
 
গত সপ্তাহেই (৬ মার্চ) ভারতের কর্নাটকের কোপ্পালে হাম্পির কাছে এক ইসরাইলি পর্যটক ও স্থানীয় এক হোমস্টের মালিককে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে ওই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত রোববার (৯ মার্চ) তামিলনাড়ু থেকে তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
 
এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইসঙ্গে আবারও প্রশ্নের মুখে পড়ে ভারতে বিদেশি নারী তথা ভ্রমণপিপাসুদের নিরাপত্তা। আতঙ্কে অনেকেই ওই এলাকা ছাড়ছেন বলেও খবর প্রকাশ হয়েছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ রাজধানীতেই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটলো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ফিরেছে শিশুটির নিথর দেহ

যুক্তরাজ্যের ভিসানীতিতে ফের পরিবর্তন  

সজনে-ডালের মিশ্রণ অসম্ভব সুস্বাদু

ভারতে হোলি উৎসবের আগে ত্রিপলে ঢেকে দেয়া হচ্ছে মসজিদ!

লিফটে আটকা পড়ে চার বছরের শিশুর মৃত্যু

ছেলের বৌ এর সাথে টাকা নিয়ে ঝগড়ার জেরে নাতিকে হত্যা, দাদি আটক