ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে

বগুড়ার ধুনটে ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

বগুড়ার ধুনটে ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে এক চালককে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই চালক বাদি হয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য বিলচাপড়ী গ্রামের আব্দুল মোমিনের সাথে একই গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক আব্দুল ওয়ারেছের নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলে আসছে। এ অবস্থায় ১১ মার্চ রাত সাড়ে ১০টায় আব্দুল ওয়ারেছ তার অটোরিকশা নিয়ে ধুনট শহর থেকে বাড়ির দিকে রওনা হন।

পথিমধ্যে বাঙালী নদীর বিলচাপড়ী সেতুর উপর পৌছলে ইউপি সদস্য আব্দুল মোমিন ও তার লোকজন আব্দুল ওয়ারেছের অটোরিকশার গতিরোধ করে। এ সময় বালু উত্তোলনের বিষয় নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে মোমিন ও তার লোকজন ওয়ারেছকে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আব্দুল ওয়ারেছ বাদি হয়ে ইউপি সদস্য আব্দুল মোমিনসহ ৯ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। উভয়পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথিকদের মাঝে ইফতার বিতরণ করে নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদ

বগুড়ায় সক্রিয় জাল টাকার কারবারি চক্র, ধরা পড়ছে শুধু বাহক

দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে- ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

অন্তর্বর্তী সরকার দল মতের ঊর্দ্ধে সকল সাংবাদিকের কল্যাণে কাজ করছে : বগুড়ায় চেক বিতরণ অনুষ্ঠানে এম আবদুল্লাহ

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি