ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে গেছে

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে গেছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনধি : নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডেরঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার (কবিরাজপাড়া) সিরাজুল ইসলাম ও সাদিকুল ইসলামের বাড়িতে সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় দুই পরিবারের সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। জানা গেছে, সিরাজুল ইসলামের ঘর থেকে প্রথমে আগুনে সূত্রপাত হয়। পরে তার পাশে থাকা ছোট ভাই সাদিকুল ইসলামের বাড়িতেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার আগেই  দুই পরিবারের  ১৪ টি সেমিপাকা ঘর এবং ঘরের মধ্যে থাকা, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, তৈজসপত্র, ধান-চাল, হাঁস-মুরগীসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা শুধুমাত্র পরনের কাপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেন নি।  উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মো. আনিসুর রহমান জানান, আগুনে ওই পরিবার দুইটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে হোলি উৎসব উদযাপন

জবিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথিকদের মাঝে ইফতার বিতরণ করে নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদ

বগুড়ায় সক্রিয় জাল টাকার কারবারি চক্র, ধরা পড়ছে শুধু বাহক

দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে- ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন