ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিনের ছুটি ঘোষণা

অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিনের ছুটি ঘোষণা, ছবি: সংগৃহীত।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে আগামীকাল রোববার (১৬ মার্চ) ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একজন সাবেক উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে পরিবারের সম্মতিক্রমে জানাজার সময় ও স্থান সম্পর্কে সবাইকে জানানোর লক্ষ্যে ক্যাম্পাসে মাইকিং, শোকবার্তা প্রকাশ, কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতসহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সকল প্রথা অনুসরণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবারের সিদ্ধান্তেই অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবারের এই সিদ্ধান্তকে সম্মান জানায়।

আরও পড়ুন

প্রসঙ্গত: গত ৬ মার্চ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অসুস্থ হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি হন। পরদিন ৭ মার্চ ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হাসপাতালে তাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। চিকিৎসাধীন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে তার পরিবার এবং পারিবারিক বন্ধু ও সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়। আরেফিন সিদ্দিক মারা যাওয়ার পর বর্তমান উপাচার্য এবং প্রশাসনের অপরাপর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ কবে, কী বলছে আবহাওয়া অধিদপ্তর

রমজানের প্রথম ১০ দিনে ওমরাহ পালন করেছেন ৫৫ লাখ মুসলিম

রোহিঙ্গাদের সহায়তা বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র

দিনাজপুরের বিরামপুর সরকারি খাদ্যগুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন

রোহিঙ্গা সংকট কাটাতে সহযোগিতা দিতে জাতিসংঘ অঙ্গীকারবদ্ধ: গুতেরেস

কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর