ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

‘ডাবল টাচ’ বিতর্ক : বদলে যেতে পারে পেনাল্টি নিয়ম

‘ডাবল টাচ’ বিতর্ক : বদলে যেতে পারে পেনাল্টি নিয়ম, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে সামান্য পার্থক্যে বদলে গেছে রিয়াল মাদ্রিদ ও আতলেটিকো মাদ্রিদের লড়াইয়ের ফলাফল। জুলিয়ান আলভারেজের বাতিল হওয়া পেনাল্টি নিয়ে মাদ্রিদ দুই ভাগ তো হয়েছেই, পুরো ফুটবলবিশ্বেই তোলপাড় চলছে। ডাবল টাচের দায়ে রেফারি আর্জেন্টাইন স্ট্রাইকারের পেনাল্টিটি বাতিল করেন।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুম করা ভিডিওতে অনেকেই ডাবল টাচ নিয়ে সংশয় প্রকাশ করছেন। অনেকে আবার বলেছেন, বলের গায়ে আলভারেজের পায়ের স্পর্শ ঠিকই লেগেছে, রেফারি তো আর ভুল করবেন না। ম্যাচের পর এই ঘটনায় উয়েফাকে মেইলও করে আতলেটিকো। এতে করে আলভারেজের এই বিতর্কের জেরে বদলে যেতে পারে পেনাল্টি শটের নিয়ম। বিষয়টি নিয়ে আতলেটিকো মাদ্রিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানায়, ‘যদিও সামান্য, তবে শট নেয়ার আগে খেলোয়াড়ের অন্য পা’ও বল স্পর্শ করেছিল। আর বর্তমান আইন (ল’জ অব দ্য গেইম, আইন ১৪.১) অনুযায়ী রেফারিকে ভিএআরের গোল বাতিলের বার্তাই দিতে হতো।’ তবে এখানেই শেষ নয়, এই আইন নিয়ে নতুন করে ভাবার কথাও বলেছে তারা। একই বিবৃতিতে বলা হয়, ‘উয়েফা বিষয়টা নিয়ে ফিফা এবং আইএফএবির (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) সঙ্গে আলোচনা করবে। যেখানে তারা অনিচ্ছাকৃতভাবে ডাবল টাচের ক্ষেত্রে নিয়মটি পর্যালোচনা করা উচিত কি না, সেটা নির্ধারণ করবে।’

উয়েফার এই বিবৃতি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি আতলেটিকো মাদ্রিদ। তবে বুধবার রাতে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারের পর বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন আতলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে। তিনি বলেন, ‘আমি কখনো শুটআউটের পেনাল্টির জন্য ভিআরের শরণাপন্ন হতে দেখিনি, কখনো না।’ এমনকি ওই ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জিজ্ঞাসা করেন তারা কেউ অন্য পা বলে স্পর্শ করতে দেখেছে কিনা! সিমিওনে বলেন, ‘আপনাদের হাত তুলুন, যারা দেখেছেন হুলিয়ান বল দ্বিতীয়বার স্পর্শ করেছে। কে হাত তুলবেন? কেউই হাত তোলেননি। এর বেশি আর কিছুই আমার বলার নেই...।’

আরও পড়ুন

যদিও রেফারির গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় ছিলো না রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। ইতালিয়ান এই কোচ বলেন, ‘শুরুতে আমি বুঝতে পারিনি। পরে আমি এটা দেখেছি (ভিডিও) এবং মনে হয়েছে, সে দুইবার বলে স্পর্শ করেছে, তার বাঁ পা লেগেছে বলে।’ রেফারিও প্রথমে ডাবল টাচ বুঝতে পারেননি। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াই রেফারির নজরে আনেন এটি। গোল বাতিলের বিতর্ক নিয়ে তিনি বলেন, ‘উয়েফা এটা পরিষ্কার দেখেছে। হারের পর নিজেদের অন্যায়ের শিকার ভাবাটা ভালো লাগে না। এসব নিয়ে ওরা সব সময়ই ঘ্যান ঘ্যান করে। রেফারি নির্দিষ্ট কোনো দলকে সাহায্য করতে চান না, সেটা স্পেনেও না, ইউরোপেও না।’

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রেফারি শিমন মার্চিনিয়াকও। ২০২২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা এই পোলিশ রেফারি বলেছেন, তিনি ৯৯ শতাংশ নিশ্চিত ছিলেন, বলে দুইবার স্পর্শ করেছে জুলিয়ান আলভারেজের পা। তাই তিনি নিজে থেকেই ভিএআরকে বিষয়টি পরীক্ষা করে দেখতে বলেছিলেন।’ এমন বিতর্কের পর পেনাল্টির নিয়মে পরিবর্তন আসে কি না সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বউবাজারে ঈদের কেনাকাটায় নারী ক্রেতাদের উপচেপড়া ভিড়

সিরাজগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

দিনাজপুরের বোচাগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

সংগীতশিল্পী পারশার গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা

পাবনার ঈশ্বরদীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের আত্মহত্যা