দিনাজপুরের কাহারোলে দুইজনের আত্মহত্যা, অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে পৃথক স্থানে দুই জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। দিনাজপুরের কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, গত ১০মার্চ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামে কৃষ্ণ চন্দ্র রায় এর ৫ বছর বয়সী শিশু পুত্র ছন্দ রায় অগ্নিদগ্ধ হলে ওই দিনেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎধীন অবস্থায় আজ শনিবার (১৫ মার্চ) বিকেলে সে মারা যায়। অপরদিকে গতকাল শুক্রবার উপজেলার তাড়গাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আব্দুল মোতালেব হোসেনের মেয়ে এক সন্তানের জননী শামীমা আক্তার (২৫) নিজ ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুনএকই দিন উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া গ্রামের থীরেন চন্দ্র শীলের ৫ সন্তানের জননী গীতা রানী শীল (৫৫) নিজ বাড়িতে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এসব পৃথক ঘটনায় কাহারোল থানায় পৃথকভাবে ৩টি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
মন্তব্য করুন