যে সংস্কার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনা সেই সংস্কার চাইনা - জাহাঙ্গীর আলম

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুনের সভাপতিত্বে জিয়া উদ্যানে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে সংস্কার দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করতে পারেনা, ধর্ষণ ঠেকাতে পারে না সেই সংস্কার চাইনা।
সংস্কার কাকে বলে কিভাবে করতে হয় তারেক রহমান দেখিয়ে দিবেন। তারেক রহমানের নেতৃত্বেই দেশের প্রকৃত সংস্কার হবে। উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী মন্ডল ও তরিকুল ইসলাম সম্রাটের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ফজলুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহাকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, জেলা যুবদলনেতা সুজন, আতাউর রহমান, শাহাদত হোসেন সম্বু, নাহিদুর রহমান নাহিদ, শাহাবুল করিম, সাফিউল আলম সবুজ, সবাইদুল ইসলাম, শহিদুল ইসলাম, আবু রায়হান আজাদ প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন