ভিডিও রবিবার, ১৬ মার্চ ২০২৫

৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া ম্যাচ খেলতে নামবে না রিয়াল। খেলার পর ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি হুমকি দিয়ে রাখলেন, শেষবারের মত তার ৭২ ঘন্টার মধ্যে ম্যাচে নেমেছে। বুধবার (১২, মার্চ ২০২৫) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে, লস ব্ল্যাঙ্কসরা ১২০ মিনিটের বেশি খেলেছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর কিনা ৭২ ঘন্টা পার হওয়ার আগেই রিয়ালকে লা লিগার ম্যাচে মুখোমুখি হতে হলো ভিয়ারিয়ালের বিপক্ষে।

অসম্ভব ক্লান্তি নিয়েই স্প্যানিশ লিগের এই ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল। প্রতিটা ফুটবলারকে দেখেই মনে হচ্ছিল তারা শতভাগ দেওয়ার অবস্থায় নেই। তবে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। ম্যাচ শেষ রিয়ালের ইতালিয়ান ম্যানেজার খুবই বিরক্ত ছিলেন। আনচেলত্তি বলেন, শেষবারের মত আমরা ৭২ ঘণ্টার কম বিশ্রামে কোনো ম্যাচ খেললাম।

আরও পড়ুন

এই জয়ের ফলে, রিয়াল মাদ্রিদ ২৮ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে। দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা তিন পয়েন্ট পিছিয়ে আছে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে রবিবার (১৬ মার্চ, ২০২৫) দিবাগত রাতে বার্সেলোনার গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষা চলাকালে বন্ধ থাকবে সব কোচিং সেন্টার 

বগুডার শেরপুর অত্যাধুনিক বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

এসএসসি পরীক্ষার্থী কমেছে এক লাখ, বসছে ১৯ লাখ ২৮ হাজার

 জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তিশালী নতুন প্ল্যাটফর্ম এপ্রিলে

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

চট্টগ্রামের কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট