ভিডিও রবিবার, ১৬ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে সাংবাদিকের হাত-পা ভেঙে দিল সন্ত্রাসীরা

সিরাজগঞ্জে সাংবাদিকের হাত-পা ভেঙে দিল সন্ত্রাসীরা। ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকাশ্য হামলা চালিয়ে সাংবাদিক মো. শাহিন খানের দুই হাত ও এক পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ হামলা চালায়। মো. শাহিন খান দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় সাংবাদিক মো. শাহিন খানের বাবা আব্দুল বারিক খান বাদি হয়ে ১১ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সাংবাদিক মো. শাহিন খানের বড় ভাই শামীম খান জানান, বেলা ১১ টার দিকে সাংবাদিক শাহিন খান বাড়ির অদূরে তাদের গভীর নলকূপ মোরামত কাজ দেখতে যায়। এ সময় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে শাহ পরান তার লোকজন নিয়ে সাংবাদিক শাহিনের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে, লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে দুই হাত এবং এক পা ভেঙে দিয়ে ধানক্ষেতে ফেলে দিয়ে চলে যায়। তাকে বাঁচাতে পাশের জমি থেকে তার ভাই ও বাবা ছুটে এলে সন্ত্রাসীরা তাদেরও মারপিট করে আহত করে। আশপাশে থেকে লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে এসে ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। এ অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে বাবাকে হত্যা করে পানিতে ফেলে দিলো ছেলে

ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়

হামজার আগমনে নিরাপত্তায় গুরুত্ব বাফুফের

গুম-খুনের শিকার ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার প্রদান

পিরোজপুরে ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার 

একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস, স্কিন কেয়ার মার্কেটে প্রবেশ করল বাংলাদেশ : নেতৃত্বে রিমার্ক