ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

আধিপত্য বজায় রেখেছে পিএসজি

আধিপত্য বজায় রেখেছে পিএসজি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের পর ঘরোয়া লিগেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে পিএসজি। শুধু তাই নয়, লিগ শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে প্যারিসের দলটি।

রোববার রাতে ঘরের মাঠে ফ্রেঞ্চ লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। এ জয়ে মার্শেইয়ের সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লুইস এনরিকের শিষ্যরা। ২৬ ম্যাচ শেষে পিএসজি’র পয়েন্ট এখন ৬৮। দ্বিতীয়স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৪৯। লিগে বাকি আর মাত্র ৮ ম্যাচ। এখনও পর্যন্ত অপরাজিত থাকা পিএসজি আর এক ম্যাচ কিংবা দুই ম্যাচ পরই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

ম্যাচের ১৭তম মিনিটে ওসমান ডেম্বেলে প্রথম গোলের সূচনা করেন। ৪২তম মিনিটে খুব কাছ থেকে গোল করে নুনো মেন্ডেজ ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল পরিশোধ করে মার্শেই। আদ্রিয়ান র‌্যাবিও একটি দুর্বল পাসকে ধরে পিএসজি’র বিপজ্জনক সীমায় পৌঁছে যান। এরপর পাস দেন আমিনে গোইরিকে। যিনি কোনো ভুল করেননি। জড়িয়ে দেন জালে। ম্যাচের ৭৬তম মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মার্শেই ডিফেন্ডার পল লিরোলা। আত্মঘাতি গোলের পর ৩-১ ব্যবধান নিয়েই ম্যাচ শেষ করে পিএসজি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি

বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ - ডা. এ জেড এম জাহিদ হোসেন

যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি

সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

বিএনপিকে ১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে: তারেক রহমান