ভিডিও মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

লাকসামে স্বামীকে আটকে গৃহবধূকে দুই দফায় ধর্ষণ, গ্রেপ্তার ৫

লাকসামে স্বামীকে আটকে গৃহবধূকে দুই দফায় ধর্ষণ, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক:   কুমিল্লার লাকসামে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (১৭ মার্চ) সকালে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মমিনের ছেলে মাসুদ (২৩), বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আল-আমিন (২৩) ও মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

আরও পড়ুন

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ লাকসাম বাইপাস মোড় থেকে নিজ বাড়ি নোয়াখালীর সোনাপুরে যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় উঠেন ভুক্তভোগী ও তার স্বামী। এ সময় অটোরিকশাচালক মাসুদ তারা স্বামী-স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে কৌশলে তাদের লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। এ সময় অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে আটকে ওই গৃহবধূকে লাকসামের পাইকপাড়ায়  নিয়ে যান। সেখানে মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করেন। এরপর ভিকটিমকে লাকসাম পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিছ আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে লাকসাম থানায় মামলা করেছেন।


লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘‘স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ দিনভর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় যুব মহিলা লীগ নেত্রী শাহিদা বেগম গ্রেফতার

ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি আরব

একের পর এক নতুন গান নিয়ে তানজিন মিথিলা

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শুরু

সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ : মাহফুজ আলম