নেত্রকোনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

নেত্রকোণায় ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে চিকিৎসার কথা বলে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ (৬৭) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দুপুর দেড়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী খান পাঠান।
অভিযুক্ত মোঃ আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, মানবসেবক নামের ভণ্ড আব্দুল হামিদ গত ১০ মার্চ বেলা ১১টার দিকে খতিবনগুয়া এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৬) চিকিৎসার কথা বলে হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে কিশোরীটি বাড়ি ফিরে তার মাকে ওই ঘটনাটি জানায়। এরপর কিশোরীর মা জিজ্ঞাসাবাদে নিশ্চিত হন যে, আব্দুল হামিদ এর আগেও কয়েকবার তাকে চিকিৎসার কথা বলে ধর্ষণ করেছেন। এ অবস্থায় ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে রবিবার রাতে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার পর ভোর রাতে মডেল থানা পুলিশ আব্দুল হামিদকে নেওয়াজনগর এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনঅভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতেই অভিযুক্তকে পৌর শহরের নেওয়াজনগর ভাড়াটিয়া বাসা হতে গ্রেফতার করা হয়।
ওসি কাজী শাহনেওয়াজ জানান, আব্দুল হামিদকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন