ভিডিও মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

১৬ বছরের আন্দোলন ও অভ্যুত্থানের মধ্যে বিভেদ টানছেন কেন, রিজভীর প্রশ্ন

সংগৃহীত,১৬ বছরের আন্দোলন ও অভ্যুত্থানের মধ্যে বিভেদ টানছেন কেন, রিজভীর প্রশ্ন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। বিএনপি নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলো ১৫ বছর ধরে যে আন্দোলন চালিয়েছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ।’

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় রিজভী বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলায় এবং বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে গিয়ে গত ১৫ বছরে ইলিয়াস আলীসহ বিএনপির অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।’

তিনি বলেন, ‘চূড়ান্তভাবে জুলাই-আগস্টে শিশু-তরুণ ও কিশোররা জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। তাই আমি উপদেষ্টাদের কাছে জানতে চাই, আপনারা কেন এই ১৫ থেকে ১৬ বছরের আন্দোলন এবং জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যে বিভাজনের রেখা টানছেন?’

আরও পড়ুন

জনগণের কল্যাণে কাজ করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চালের দাম কমানোর দিকে মনোনিবেশ করার জন্য উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, ‘জনগণের এমন গভীর আস্থা রয়েছে যে আপনারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।’ তবে বিলম্ব হলে তা ভিন্ন দিকে মোড় নেবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রিজভী।

রিজভী বলেন, দেশে বর্তমান অসন্তোষ শেখ হাসিনার দুঃশাসনের ফল। আমাদের অবশ্যই এই দুঃশাসনের বিকৃত ফলকে উৎপাটন করে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপেল-আঙুর-কমলা আমদানিতে শুল্ক কমলো

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া চ্যাট ফিরিয়ে আনবেন যেভাবে

পরকীয়ার কলহে ৮ মাসের সন্তানের হাত-পা ভেঙে দিলেন  মা

রংপুরে লিপি খান ভরসার জামিন নামঞ্জুর করে কারাগারে

আপনি কি ৬ ঘণ্টার কম ঘুমান

বগুড়ার সোনাতলায় দৈনিক করতোয়া বিক্রি করে আব্দুর রাজ্জাকের সু দিন ফিরেছে