চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফের তালিকা যাচাই-বাছাই করছেন ইউএনও

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া স্পেশাল ভিজিএফের তালিকা যাচাই-বাছাই শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
আজ সোমবার (১৭ মার্চ) তিনি রহনপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডাকবাংলোপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করেন তিনি। এসময় তার সাথে ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, রহনপুর পৌরসভার তালিকা প্রণয়নকারী জাকিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক রাশেল আলীসহ অন্যরা।
আরও পড়ুনউপস্থিত সাংবাদিকদের ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, তালিকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আজ সোমবার (১৭ মার্চ) থেকে আগামী বুধবার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে তালিকা চূড়ান্ত করে ঈদের আগেই ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
মন্তব্য করুন