চাঁদপুর শহরে দিনে সিএনজি প্রবেশ নিষেধ

নিউজ ডেস্ক: চাঁদপুরে যানজট নিরসনে আগামী ৮ এপ্রিল থেকে দিনে শহরে সিএনজিচালিত অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে পৌরসভার যানজট নিরসনে সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি আরো বলেন, বিশেষ কারণ (রোগী বহনকারী) ছাড়া কোনো সিএনজিচালিত অটোরিকশা শহরে চলবে না। দিনের বেলা শহরে কোনো লরি বা ট্রাক প্রবেশ করবে না। তবে রাত ৮টার পরে সিএনজিচালিত অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে। ৮ এপ্রিল থেকে আমাদের এ নিয়ম চালু হবে। একই তারিখ থেকে লাল রঙের ব্যাটারিচালিত অটোরিকশা চলবে শহরে।
জেলা প্রশাসক বলেন, ‘জনগণের স্বার্থে যানবাহন চলাচলে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। জনগণের স্বার্থ দেখা আমার দায়িত্ব। আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি। আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। আমাদের শহরকে বাঁচাতে হলে আমাদের কিছু করতে হবে।’
অটোরিকশা চলাচলে বাধানিষেধ আরোপের যৌক্তিকতা তুলে ধরে ডিসি বলেন, ‘এতে শহরে ব্যাটারিচালিত অটোচালকদের আয় বেড়ে যাবে। কারণ এখন একটি অটোতেও পুরো যাত্রী চলাচল করে না। তার ওপরে যানজটে বসে সময়ও নষ্ট হয়। যখন এ সিদ্ধান্ত নেওয়া হবে, তখন ব্যাটারিচালিত অটোরিকশা কম থাকবে, যাত্রী বেশি পাবে। যানজটও কমে যাবে।’
স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাস ও অর্থ) লুৎফুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।
মন্তব্য করুন