ভিডিও মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

বগুড়ার সোনাতলায় দৈনিক করতোয়া বিক্রি করে আব্দুর রাজ্জাকের সু দিন ফিরেছে

বগুড়ার সোনাতলায় দৈনিক করতোয়া বিক্রি করে আব্দুর রাজ্জাকের সু দিন ফিরেছে। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় একটানা প্রায় দেড় যুগ ধরে দৈনিক করতোয়া পত্রিকা বিক্রি করে ভাগ্যের পরিবর্তন করেছে আব্দুর রাজ্জাক। পরিশ্রমী ওই পত্রিকা বিক্রেতার পরিবারের সদস্যরা এখন দুধে-ভাতে দিন কাটাচ্ছে।

পত্রিকা বিক্রেতা আব্দুর রাজ্জাক সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের শাজাহান মন্ডলের ছেলে। বাড়ির মাত্র ৪/৫ শতক জায়গা জমি ছাড়া কোন ফসলি জমি নেই তাদের। সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করা আব্দুর রাজ্জাক ২০০৪ সালে এ পেশায় পা বাড়ায়। তার পত্রিকা এজেন্ট জাহিদুল ইসলাম টনির কাছ থেকে প্রথমে ৩০ কপি নিয়ে করতোয়া পত্রিকা বিক্রি শুরু করে।

এখন আব্দুর রাজ্জাক ১২০ থেকে ১৫০ কপি দৈনিক করতোয়া সোনাতলা বন্দরের একাংশ, মধুপুর, শালিখা, হরিখালী, কাচারীবাজার ও পাকুল্লা এলাকায় বিক্রি করে থাকে। পূর্ব আকাশে সূর্য ওঠার আগেই বগুড়ার সোনাতলায় সিএনজি যোগে পৌছে পত্রিকা । আর সেই পত্রিকা হাতে পাওয়ার সাথে সাথে বাই সাইকেল যোগে বাড়ি বাড়ি ছুটে যায় আব্দুর রাজ্জাক। দীর্ঘ প্রায় ২০ বছর পত্রিকা বিক্রি করে আব্দুর রাজ্জাকের অভাবী সংসারে এখন সুখের নাগাল ফিরে পেয়েছে।

আরও পড়ুন

পত্রিকা বিক্রির পাশাপাশি সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সোনাতলা বন্দরের একটি ফার্মেসিতে ঔষধ বিক্রি করে। আব্দুর রাজ্জাকের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সোহান সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আরমেয়ে রিয়া আক্তার আগুনিয়াতাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পত্রিকা বিক্রি করে আব্দুর রাজ্জাক ২০ বছরে প্রায় ৪/৫ বিঘা জমি এগ্রিমেন্ট নিয়েছে। এছাড়াও ব্যাংকে সামান্য কিছু অর্থ গচ্ছিত রাখতে পেরেছে।

এ বিষয়ে পত্রিকা বিক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, আমি দৈনিক করতোয়া পত্রিকা ভালোবাসি। এই পত্রিকা বিক্রির মধ্যে দিয়েই এ পেশায় পা বাড়াই। প্রতিদিন আমি ৫ থেকে ৭শ’ টাকা আয় করি। এছাড়াও বিভিন্ন ধর্নাঢ্য ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা খুশি হয়ে আমাকে প্রতি মাসে বকশিশ দেন। তাতে আমার ছেলেমেয়ের লেখাপড়াসহ সংসার চলে বেশ ভালো। এখন আমি বৃদ্ধ বাবা-মা, স্ত্রী-ছেলে মেয়ে নিয়ে বেশ ভালই রয়েছি। পরিশ্রম করেই আমি কষ্ট লাঘব করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, বিক্ষোভে রণক্ষেত্র মহাসড়ক

বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা: এনবিআর চেয়ারম্যান

বাড়ির ছাদে থেকে আলমগীরের গলাকাটা মরদেহ উদ্ধার

আপেল-আঙুর-কমলা আমদানিতে শুল্ক কমলো