ভিডিও মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

পাবনার রূপপুরে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

পাবনার রূপপুরে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর ইউনিয়নে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকরা মরদেহটির বয়স আনুমানিক ২৫-২৬ বছর। সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে পাকশি রেলওয়ে স্টেশনের শেষ মাথার প্রকল্পের ভরাটকৃত মাটির স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে রূপপুর প্রকল্প এলাকার স্থানীয় লোকজন কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় প্রকল্পের ভরাটকৃত মাটির স্তূপের ওপর লম্বা কালো চুলের মত কিছু একটা দেখতে পান। পরবর্তীতে সামনে এগিয়ে গিয়ে দেখা যায়, কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তারা মরদেহটি উদ্ধার করে। 

আরও পড়ুন

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তবে গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধ করে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে মাটিকাটায় বাধ দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

ঈদযাত্রায় নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর শাস্তি: নৌ উপদেষ্টা

নাটোরের সিংড়ায় যুব মহিলা লীগ নেত্রী শাহিদা বেগম গ্রেফতার

ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি আরব

একের পর এক নতুন গান নিয়ে তানজিন মিথিলা

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক