সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
_original_1742297720.jpg)
সুনামগঞ্জের দোয়ারা বাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক সাইদুল ইসলাম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শেষরাতে হটাৎ করে দোয়ারা বাজার উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে সাইদুল ইসলাম বাড়ি ফেরার পথে হটাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনদোয়ারা বাজার থানার ডিউটি অফিসার আলী আকবর বলেন, বজ্রপাতে এক যুবক নিহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন