ওয়েব সিরিজ ও ধারাবাহিকতায় মৌমিতা মৌ
_original_1742312392.jpg)
অভি মঈনুদ্দীন ঃ বেশকিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। সর্বশেষ তার অভিনীত সিনেমা ছিলো গুনী চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ পরিচালিক ‘আহারে জীবন’ সিনেমাটি। এরপর তাকে আর কোনো সিনেমাতে অভিনয়ে দেখা যায়নি। নতুন কোনো নাটকেও অভিনয় করেননি ‘আহারে জীবন’ মুক্তির পর।
মৌমিতা মৌ’য়ের ভাষ্যমতে তিনি নিজেকে সময় দিয়েছেন। কাজে খুব একটা আগ্রহ পাননি বিধায় নতুন কাজেও নিজেকে যুক্ত করেননি। তবে একের পর এক নিজেকে কাজ থেকে একটু দূরে সরিয়ে রাখলেও শেষ পর্যন্ত মৌমিতাকে তার ভালোলাগার স্থানেই ফিরতে হলো। অর্থাৎ অভিনয়েই ফিরতে হলো তাকে। কারণ অভিনয়ের প্রতি তার একটা অন্যরকম ভালোলাগা রয়েছে। যে কারণে ক্যামেরার সামনে থেকে খুব বেশিদিন নিজেকে বিরত রাখতে পারেননি। এরইমধ্যে মৌমিতা মৌ মাবরুর রশীদ বান্নাহ্ধসঢ়;’র পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ব্যাডবাজ পোলাপাইন’এ অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন মোসাব্বের হোসেন মুঈদ। এরইমধ্যে নাটকটির কাজ সম্পন্ন করেছেন তিনি। এই নাটকটি আগামী ঈদের পর প্রচারে আসবে বলে জানান মৌমিতা মৌ।
এছাড়াও আজ থেকে মৌমিতা মৌ কমল সরকারের রচনায় তাজু কামরুলের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজ করবেন বলে জানান মৌমিতা। ওয়েব সিরিজটির নাম ‘রিটার্ণ’। এতে মৌমিতাকে কবিতা চরিত্রে অভিনয়ে দেখা যাবে।
আরও পড়ুনমৌমিতা মৌ বলেন,‘ কোনো কারণ ছাড়াই বেশকিছুদিন অভিনয় থেকে নিজেকে বিরত রেখেছিলাম। নিজের মতো করে কিছুটা দিন সময় কাটিয়েছি। এরমধ্যে বেশ কিছু নাটক সিনেমাতেও কাজ করার প্রস্তাব এসেছিলো। সবকিছু মিলিয়ে কেন জানি আমার ভালোলাগছিলোনা, কাজও করা হয়ে উঠেনি। কিন্তু শেষমেষ বান্নাহ ভাইয়ের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করেই ফেললাম। কারণ গল্পটা এবং আমার চরিত্রটি আমার কাছে ভালোলেগেছে। আর তাজু কামরুল ভাইও অনেকদিন ধরেই বলছিলেন একটি নতুন কাজ করার জন্য। যেহেতু রিটার্ণ একটি মিনি ওয়েব সিরিজ এবং গল্প শ্রদ্ধেয় কমল সরকার দাদার লেখা। কবিতা চরিত্রটিও ভালোলেগেছে আমার। যে কারণেই কাজটি করছি। আজ থেকে গাজীপুরের ম্যাকভ্যালি রিসোর্টে রিটার্ণ’র শুটিং শুরু হবে। আশা করছি কাজটি ভালো হবে। বাকীটা প্রচারে এলেই বুঝা যাবে।’
মৌমিতা মৌ ভালো গল্পের সিনেমায় কাজ করতে বেশী আগ্রহী। মৌমিতা মৌ’কে প্রথম কালাম কায়সারের ‘তোমারই আছি তোমারই থাকবো’ সিনেমায় অভিনয়ে দেখা যায়। পরবর্তীতে তাকে ‘তুই শুধু আমার’,‘ মাটির পরী’,‘ মাস্তানী’,‘ অন্তর্জাল’ সিনেমাতে অভিনয়ে দেখা যায়।
মন্তব্য করুন