সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ীর বাড়িতে আগুন লাগানো মামলার আসামি গ্রেফতার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে ব্যবসায়ী নয়ন সরকারের বাড়িতে আগুন লাগানো মামলার একমাত্র আসামি শিবলী রেজা বাবুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সোনামুখী বাজার এলাকায় অভিযান চালিয়ে জনগণের সহায়তায় বাবুকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গত শনিবার দিবাগত রাতে চাঁদা চেয়ে না পেয়ে ওই ব্যবসায়ীর ঘর বাইরে থেকে তালা মেরে আগুন লাগিয়ে দেয় শিবলী রেজা ওরফে বাবু। পরদিন রোববার বিকেলে বাবুকে আসামি করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী নয়ন।
আরও পড়ুনকাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে কাজিপুর থানায় পূর্বের চারটি মামলাসহ পার্শ্ববর্তী ধুনট থানায় দুটি মামলা রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
মন্তব্য করুন