ভিডিও বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বজনীন ঐক্য চায় - জামায়াতের নায়েবে আমির

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বজনীন ঐক্য চায় - জামায়াতের নায়েবে আমির। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বহুবার স্বাধীনতা অর্জন করেছি। ১৯৪৭ সালে স্বাধীন হয়েছি দেড়শ’ বছর লড়াইয়ের পর। কিন্তু আমরা স্বাধীনতা পাইনি।

১৯৭১ সালে হাজারো জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা পাইনি। আমরা গত ৫ আগস্ট পুনরায় এক হয়েছি, আমরা স্বাধীন হয়েছি। দ্বিতীয় স্বাধীনতা ঘোষণাও করেছি কিন্তু মনে যেন খটকা লাগে, আমরা কি আবারও স্বাধীনতা পাব না? পাঁচ-ছয় মাসের ভিতরে আমাদের মাঝে একটা অনৈক্য দেখা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বজনীন ঐক্য চায়।

গতকাল সোমবার বিকেলে রংপুরের চেকপোস্ট ক্যাফে ৬৬-তে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মোহাম্মদ তাহের বলেন, আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কতগুলো স্লোগানে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম।

আজকে লক্ষ্য আমাদের ভিন্ন হয়ে গেছে, যে যার দলে চলে গিয়েছি। যার ক্ষমতা দরকার তারা ক্ষমতার কাছে গিয়েছে। যে ছাত্ররা নতুন করে জীবন দিয়ে উদ্বুদ্ধ করেছিল, তারাও আজ তাদের সাথীদের ছেড়ে ক্ষমতার লড়াইয়ে নেমেছে। আমরা মনে হয় কেউ দেশের জন্য নই, মানুষের জন্য নই, নৈতিকতার জন্য নই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নই, আমরা শুধু আমাদের জন্য।

আরও পড়ুন

এনডিএফ রংপুর মেডিকেল বিভাগের সেক্রেটারি ডা. মারুফ হোসেনের সঞ্চালনায় ও এনডিএফ রংপুর মেডিকেল বিভাগের সভাপতি ডা. মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এ.টি.এম আজম খান।

বিশেষ অতিথি ছিলেন, এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, এনডিএফের রংপুর বিভাগীয় সহ-সভাপতি ডা. মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌক্তিক সমাধান জরুরি

সিরাজগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

পাবনার সুজানগরে ৬ হাজার টিউবওয়েল অচল, বিশুদ্ধ পানির সংকট তীব্র

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন লাখ টাকা জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে তিন প্রতারক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা