ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির(জবিশিস) মানববন্ধন

জবি প্রতিনিধি: সম্প্রতি গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় প্রায় ৭০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। পবিত্র রমজান মাসেও ফিলিস্থিনে বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) মানববন্ধন করেছে।
গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে আজ (২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার) এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং ইসরায়েলি হামলা বন্ধে বিশ্ব নেতাদের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে মঙ্গলবার থেকে চলা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৮৩ জনই শিশু। গত ১৯ জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার গাজায় ভয়াবহ আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জবিশিস এর সাথে মানববন্ধনে যোগ দেন সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আরও পড়ুনমন্তব্য করুন