রোহিতদের বড় আর্থিক পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্ক : এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। পর পর দুই আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়া। দুবাইয়ের মাটিতে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি পেল ভারতীয় ক্রিকেট দল। রোহিতদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। ট্রফি জয়ী রোহিতদের ৫৮ কোটি ভারতীয় রুপি দিচ্ছে বিসিসিআই।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরার খেতাব পাওয়া ভারতীয় দলকে ৫৮ কোটি রুপি দেওয়া হবে। টিম ইন্ডিয়ার ১৫ জন ক্রিকেটার তো বটেই, কোচ গৌতম গম্ভীর, তার কোচিং স্টাফের অন্য সদস্য এবং সাপোর্ট স্টাফের সদস্যরাও আর্থিকভাবে পুরস্কৃত হবেন। এমনকী অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরাও এই পুরস্কারের অংশ পাবেন। তবে কার জন্য কত বরাদ্দ সেটা আলাদা করে বোর্ডের বিবৃতিতে বলা হয়নি।
আরও পড়ুনগত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে বোর্ড। বিশ্বকাপ সফরকারী দলে সব মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন। ক্রিকেটার, কোচিং স্টাফ, মিডিয়া অফিসার, ভিডিও বিশ্লেষণকারী দলও ছিল। বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ছিলেন, তাদের দেওয়া হয় ৫ কোটি টাকা করে। কোচ রাহুল দ্রাবিড়কেও ওই একই টাকা দেওয়া হয়। কোচিং স্টাফের অন্য সদস্যদের দেওয়া হয় আড়াই কোটি টাকা করে। অজিত আগারকারসহ নির্বাচকদের দেওয়া হয় এক কোটি টাকা করে। এছাড়া তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসিওর এবং কন্ডিশনিং কোচেরাও দুই কোটি টাকা করে পেয়েছিলেন। এমনকী যারা রিজার্ভ দলে ছিলেন, তাদেরও গতবার পুরস্কৃত করে বোর্ড। ক্রিকেট মহলের অনুমান, বিশ্বকাপে যে হারে পুরস্কারের অর্থ বণ্টিত হয়েছিল, এবারও সেই হারেই পুরস্কারমূল্য বণ্টন করা হবে। তবে এবার টাকার অঙ্কটা সকলেরই অর্ধেকের কাছাকাছি হবে। বিসিসিআই সভাপতি রজার বিনি বলছেন, ‘পরপর আইসিসি ট্রফি জেতাটা সত্যিই স্পেশ্যাল। এই পুরস্কার ক্রিকেটারদের লড়াই এবং পরিশ্রমের স্বীকৃতি।’
মন্তব্য করুন