ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

ভুক্তভোগী শওকত মিয়া

নেত্রকোনার দুর্গাপুরে শওকত মিয়া (২৭) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।গতকাল বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি জানিয়েছেন।

শওকত মিয়া ওই ইউনিয়নের জগৎকুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে। তিনি বিপিনগঞ্জ বাজারের মোবাইল ব্যাংকিং ও মোবাইল রিচার্জের ব্যবসা করেন।

ভুক্তভোগী শওকত মিয়া জানান, প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। এক পর্যায়ে সাদামাটি পাহাড় নামক স্থানে পৌঁছলে দুইজন ছিনতাইকারি ধারালো অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা ব্যাগে দোকানের নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৭টি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত আমার হাতে আঘাত করে দৌড়ে চলে যায়।

শওকত আরও বলেন, এসময় আমার চিৎকারে আশাপাশের লোকজন ছুটে আসে। ছিনতাইকারীদের মুখে মুখোশ ছিলো, তাই কাউকে চিনতে পারিনি।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ল. সাদ্দাম হোসেন বলেন, আহত শওকত মিয়াকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় অভিযোগ দায়ের করবেন ওই ব্যক্তি এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন