ফজলুর রহমান বাবুর গানে উঠে এলো জীবনের সব ক্ষোভ

বিনোদন ডেস্ক ঃ মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েনে সংসারের ঘানি টানতে টানতে অনেকেরই জীবন অতিষ্ঠ। তেমনি এক মধ্যবয়সী ব্যক্তি ঘরে-বাইরে, অফিসে-রাস্তায় অতিষ্ঠ হয়ে জীবনের সব ক্ষোভ উগরে দিলেন সুরে সুরে গানে গানে।
গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর গাওয়া এই ব্যতিক্রমী গানে তাঁর সঙ্গে আরো অভিনয় করেছেন অভিনয়শিল্পী মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র্যাপ শিল্পী মাহমুদুল হাসান। প্রতিবারের মত এবারও ঈদের ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদির গানের বাইরেও ফজলুর রহমান বাবুর বেশ কয়েকটি নাটক প্রচার হবে এই ঈদে। এসব নাটেক ভিন্নধর্মী সব চরিত্রে পাওয়া যাবে এই অভিনেতাকে। পাশাপাশি বড় পর্দায়ও থাকছে তাঁর উপস্থিতি।
আরও পড়ুনমন্তব্য করুন