ভিডিও শনিবার, ২২ মার্চ ২০২৫

ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বার বরখাস্ত

সংগৃহিত,ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বার বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য এবার ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরাইলের মন্ত্রিসভার বৈঠক হয়। 

আরও পড়ুন

 
ওই বৈঠকে নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, বারের দায়িত্বের শেষ দিন হবে আগামী ১০ এপ্রিল। খবর বিবিসি’র।
 
২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে রোনেন বারকে নিযুক্ত করা হয়েছিল। 
 
এর আগে, নেতানিয়াহু গত রোববার এক ভিডিও বার্তায় বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তখন বারের সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথাও উল্লেখ করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরও বেড়েছে বলেও জানান নেতানিয়াহু।
 
উল্লেখ্য, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার কারণে সংস্থাটির কার্যক্রমসহ সদস্যপদের তথ্য রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়।
 
এদিকে, রোনেন বার তাকে পদচ্যুত করার সিদ্ধান্তকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম কমিশন

স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়: তারেক রহমান

জবিতে ছাত্রদলের সাবেক বর্তমানের সমন্বিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ করবে এনসিপি

তিস্তার পানি বণ্টন

সিরাজগঞ্জে নামাজে ভুল ধরে মসজিদের ইমামকে মারপিট