উখিয়ায় পাহাড়ি ঝিরি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় পাহাড়ি ঝিরি থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শী মো. আব্দুর রহমান বলেন, ‘‘নিহত যুবকের চোখ, গলা ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার পড়নে ছিল কালো হাফপ্যান্ট ও কালো গেঞ্জি।’’
আরও পড়ুনইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) দুর্জয় সরকার বলেন, ‘‘মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৬-৭ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।’’
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘‘নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
মন্তব্য করুন