হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক্স-এ পোস্টে করা একটি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিহত হামাস নেতার নাম ওসামা তাবাশ বলে জানিয়েছে। আইডিএফের দাবি, ওসামা তাবাশ হামাসের নজরদারি এবং স্থলভাগে যুদ্ধ কৌশল ইউনিটের প্রধান ছিলেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, ওসামা তাবাশ ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামলার সময় হামাস যোদ্ধাদের অনুপ্রবেশের পরিকল্পনাকারী ও সমন্বয়ক ছিলেন। দক্ষিণ গাজায় একটি অভিযানে তাকে ‘নির্মূল’ করা হয়েছে। কখন বা কোথায় তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি আইডিএফ। এদিকে ইসরায়েলের এ দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তিনি স্থল বাহিনীকে গাজার আরো গভীরে অগ্রসর হতে এবং আরো জমি দখল করতে নির্দেশ দিয়েছেন, যাতে জিম্মিদের মুক্তির জন্য হামাসের ওপর চাপ সৃষ্টি করা যায়। ইসরায়েল কাটজ বলেছেন, হামাস যত বেশি অপহৃতদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, তত বেশি এলাকা ইসরায়েলের কাছে হারাবে।এর আগে, মঙ্গলবার যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। খবর : স্কাই নিউজ।
আরও পড়ুন
মন্তব্য করুন