ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

গাজার একাংশ দখলের নির্দেশ ইসরাইলের

গাজার একাংশ দখলের নির্দেশ ইসরাইলের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সেনাবাহিনীকে এখনই গাজায় অতিরিক্ত এলাকা দখলের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এখনই এক অংশ দখলে করে নেবেন তারা। শুক্রবার (২১ মার্চ) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এ হুমকি দিয়েছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়।

ইসরায়েল কাটজ বলেন, সমস্ত জিম্মি ‘জীবিত ও মৃত উভয়’ ফিরে না আসা পর্যন্ত সামরিক বাহিনী গাজায় স্থল অভিযান চালিয়ে যাবে। হামাস জিম্মিদের মুক্তি দিতে যত বেশি দেরি করবে, আমরা তত বেশি গাজার ভূখণ্ড দখলে নেব। প্রতিবেদনে বলা হয়, কাটজ সেনাবাহিনীকে গাজায় অতিরিক্ত এলাকা দখল, জনগণকে সরিয়ে নেয়া এবং ইসরাইলি সম্প্রদায় ও সেনাদের সুরক্ষার জন্য গাজার চারপাশে নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। গাজায় এখনও ৫৯ জিম্মি রয়েছে। তাদের মধ্যে অন্তত ২৪ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হয়।

এদিকে ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলায় গুঁড়িয়ে দেয়া হলো গাজার একমাত্র ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। নেটজারিম করিডোরের কাছে অবস্থিত এই হাসপাতালটি ইসরাইলি বাহিনী তাদের পূর্ববর্তী আক্রমণের সময় একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করতো। অন্যদিকে গাজার দক্ষিণে হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাশকে হত্যা করেছে বলে দাবি করেছে নেতানিয়াহুর সেনারা। এছাড়া, হামাসের নজরদারি ও লক্ষ্যস্থিরকারী ইউনিটকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জানায় তারা। 

আরও পড়ুন

একইসঙ্গে, গাজার উত্তরাঞ্চলের আল-সালাতিন, আল-করামা ও আল-আওদা এলাকার বাসিন্দাদের ‘চূড়ান্ত সতর্কবার্তা’ দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটারদের অভিযোগে ‘চাকরি’ গেল ইরফান পাঠানের

আ.লীগের পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে : নাহিদ ইসলাম

টঙ্গীতে আবারও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

মহাসড়কে ঈদের আগে-পরে ৭ দিন ট্রাক-কাভার্ডভ্যান চলবে না

রাতভর প্রচেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

তৃতীয় দিনের সংলাপে ঐকমত্য কমিশন, আজ মতামত দেবে বিএনপি