ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

ভারতের মাঠ নিয়ে কাবরেরার অসন্তোষ

ভারতের মাঠ নিয়ে কাবরেরার অসন্তোষ,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতে গেছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার (২৫ মার্চ)  মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। উত্তর-পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের মাঠ বরাদ্দ বাংলাদেশের জন্য। তবে সেখানকার পরিবেশ ও মাঠ নিয়ে সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। 

শুক্রবার (২১ মার্চ) বিকালে স্কোয়াডে থাকা ২৪ জনকে নিয়ে অনুশীলনে মাঠের অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন ফুটবলাররা। এক ঘন্টার সেশনটি ছিল মূলত খেলোয়াড়দের আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার। অনুশীলন শেষে মাঠ নিয়ে ক্ষোভ ঝাড়েন কাবরেরা। তবে মাঠের বিষয়টি কোচ বা খেলোয়াড়দের হাতে নেই বলেও স্বীকার করে নেন স্প্যানিশ এই কোচ, ‘অবশ্যই এটা আপ টু দ্য মার্ক নয়। এরপরও আমাদের মানিয়ে নিতে হচ্ছে। প্রথম সেশনটা অনেকটাই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার। ভালো মাঠের জন্য ফেডারেশন কাজ করছে।’

ভারত ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তায়েফে প্রায় দুই সপ্তাহের অনুশীলন করেছে বাংলাদেশ। তায়েফের মাঠ বাংলাদেশের খেলোয়াড়-কোচদের কাছে ছিল বিশ্বমানের। সেখান থেকে এসে ভারতে খেলতে সমস্যায় পড়তে হয়েছে দলকে। দু জায়াগার আবহাওয়া অনেকটা এক হলেও শিলংয়ের যে মাঠে খেলা হবে ঐ স্টেডিয়ামের মাঠ টার্ফের। বাংলাদেশের খেলোয়াড়দের টার্ফে খেলার খুব একটা অভ্যাস নেই। ম্যাচ ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবেন ম্যাচের আগেরদিন। তাই এটিতে খেলোয়াড়দের খানিকটা সমস্যা হতে পারে বলে মনে করছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। অনুশীলনের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘টার্ফ হলে একটু সমস্যা হতে পারে। খেলার আগে আমরা সেখানে (টার্ফে) প্র্যাকটিস করব।’ তবে দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে ইতিবাচক হিসেবে দেখছেন রাকিব,  ‘হামজা দলে থাকায় বাড়তি অনুপ্রেরণা পাচ্ছে দল। অন্তত তার জন্য, হলেও ভালো ম্যাচ খেলার প্রত্যয় সতীর্থদের।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

বগুড়ায় ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদের পসরা সাজিয়ে আলোয় ঝলমল গাইবান্ধার মার্কেট

বিএনপি ইসলামের পক্ষে কিন্তু বেহেস্তের টিকিট বিক্রি করে না - ওবায়দুর রহমান চন্দন